নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় বিদেশি রিভলবারসহ মোঃ শিপন মিয়া (৩৭) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০ আগস্ট) বিকেল সাড়ে ৫ টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল রায়পুরা উপজেলার উত্তরবাখরনগর ইউনিয়নের বড়চর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শিপন মিয়া উপজেলার লোচনপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক তাপস কান্তি রায় সঙ্গীয় ফোর্স নিয়ে রায়পুরার বড়চর এলাকায় অভিযান চালান।
বিকালে স্থানীয় একটি বিদ্যালয়ের বারান্দা হতে জেলা পুলিশের তালিকাভূক্ত শিপন মিয়া নামের ওই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বাটযুক্ত রিভলবারটির দৈর্ঘ্য ৮.৬ ইঞ্চি এবং এর ম্যাগজিন ১২ চেম্বার বিশিষ্ট।
উদ্ধারের সময় রিভলবারটিতে ৮টি গুলি লোড করা ছিল।
জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক ও জেলা পুলিশের মিডিয়া সমন্বয়ক রুপণ কুমার সরকার জানান, এই ঘটনায় রায়পুরা থানায় তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। গ্রেফতার শিপন মিয়া দীর্ঘদিন যাবত নরসিংদীসহ আশপাশের জেলাগুলোতে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। এর আগেও তার বিরুদ্ধে হত্যা, মাদক ও আগুনে পুড়িয়ে হত্যাচেষ্টাসহ মোট ৬টি মামলা রয়েছে।
Leave a Reply