নরসিংদীর রায়পুরার চান্দেরকান্দি ইউনিয়নে নজরপুর বাজার এলাকায় সন্ধ্যায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী বর্তমান চেয়ারম্যান মো খোরশেদ আলম মিঠুর সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
হান্নান সরকারের সঞ্চালনায় ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ঈমান উদ্দিন ভূইয়া, পৌর আ.লীগের তথ্য ও যোগাযোগ সম্পাদক মো আশিক আফজাল সজিব, বর্তমান চেয়ারম্যান ও নৌকার প্রার্থী মো: খোরশেদ আলম প্রমূখ।
উপস্থিত সকলেই উঠান বৈঠকে রাজনৈতিক ব্যক্তিত্বের অধিকারী এলাকায় সৎ, নিষ্টাবান ও পরোপকারী মো খোরশেদ আলম কে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ী করার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে আফজাল হোসেন বলেন,’উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য চান্দেরকান্দি ইউনিয়নে দলীয় প্রতিক নৌকার মাঝি খোরশেদ আলম মিঠুকে ভোট দিয়ে জয়যুক্ত করোন। নৌকার বিরোধিতা করার কোন কোনো সুযোগ নেই। যেই হউক না কেনো পরবর্তীতে দোষীদের চিহ্নিত করে সাংগঠনিক শাস্তির মুখোমুখি করা হবে।
Leave a Reply