নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর রায়পুরায় অপু বণিক নামে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদী-রায়পুরা সড়কের করিমগঞ্জ ব্রীজেএ হত্যার ঘটনা ঘটেছে। নিহত অপু বণিক (২৬) শিবপুর উপজেলার মধ্য কারারচর এলাকার হিন্দু পাড়ার ওমর বণিক এর ছেলে। সে স্বর্ণের দোকানে কাজ করতো। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় ৩ জন অজ্ঞাত যুবক অপু বণিককে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে নরসিংদী-রায়পুরা সড়কের করিমগন্জ ব্রীজে মটর সাইকেলসহ তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন সিএনজি চালকরা। এসময় আহতাবস্থায় তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাপতালে নেয়ার পরামর্শ দেন। এদিকে রাত ৮টার দিকে তার পরিবারের লোকজন খবর পেয়ে সদর হাসপাতালে ছুটে আসে। চিকিৎসকের পরামর্শে রাতে তাকে ঢাকা মেডিকেল নেয়ার পথে এ্যাম্বুলেন্সে তার মৃত্যু হয়৷ নিহতের চাচা চঞ্চল বণিক বলেন, অপু স্বর্ণের দোকানে কাজ করতো । অজ্ঞাত ৩ জন যুবক তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাবার পর রাত ৮ টায় জানতে পারি সিএনজি চালকরা তাকে সদর হাসপাতাল নিয়ে এসেছে। করিমগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন জানান, ঘটনাটি নরসিংদী-রায়পুরা সড়কের করিমগন্জ ব্রীজে ঘটেছে, আমরা তদন্ত করে দেখছি। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
Leave a Reply