স্টাফ রিপোর্টার:
নরসিংদীর রায়পুরায় রাধানগর ইউনিয়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ইউনিয়নের গকুল নগর আবেদা ফজলু স্কুল এন্ড কলেজ মাঠে এই ইফতার অনুষ্ঠিত হয়।
ইউপি আওয়ামিলীগের সহ সভাপতি আসাদুজ্জামান লিটন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক উপ কমিটির সদস্য রিয়াদ আহমেদ সরকার ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামিলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভূইয়া, মরজাল ইউপি আওয়ামিলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান সানজিদা সুলতানা নাছিমা, মির্জাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আসাদুল্লাহ্ ভূঁইয়া, মহেশপুর ইউপির সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ, চান্দেরকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান খোরশেদ আলম মিঠু সহ ইউনিয়ন আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আবেদা ফজলু স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন এবং সার্বক ব্যবস্থাপনায় ছিলেন রায়পুরা উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুস ছাদেক।
ইফতার মাহফিলে বক্তারা ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিষ্ক্রিয়তার অভিযোগ করেন। আব্দুস ছাদেক তাদেরকে অবিলম্বে দলীয় পদ থেকে পদত্যাগ করে সক্রিয় কাউকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানান। অন্যথায় ইউনিয়নের জনগণ তাদেরকে পদত্যাগে বাধ্য করবেন বলে হুশিয়ার করেন।
প্রধান অতিথির বক্তব্যে রিয়াদ আহমেদ সরকার রায়পুরা পূর্বাঞ্চলের জনগণকে আগামী জাতীয় সংসদ নির্বচন সামনে রেখে এখনই এক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অসহায় ২’শ নারীর মাঝে শাড়ি বিতরণ করেন আব্দুস ছাদেক ও রিয়াদ আহমেদ সরকার।
Leave a Reply