নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর রায়পুরা উপজেলার হাইরমারায় কোভিট-১৯ টিকার রেজিস্টেশন ও টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রবিবার রায়পুরা উপজেলা কমপ্লেক্সের বাস্তবায়নে হাইরমারা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাইদ মোহাম্মদ ফারুখ।
টিকাদান কার্যক্রম অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে এলাকাবাসীকে টিকা নিতে উদ্বুদ্ধ করেন হাইরমারা ইউপি চেয়ারম্যান মাহফুজুল হক বাবলা।
এসময় সার্বিক সহযোগিতায় ছিলেন, রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আবদুল ওয়াদুদ, ভ্যাকসিন ব্যবস্থাপনায় ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি ইপিআই সেলিনা বেগম। টিকাদান কর্মসূচির সমন্বয়কের দায়িত্ব পালন করেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী ও হাইরমারা ইুনিয়ন স্বাস্থ্যসেবা কমিটির সদস্য সচিব জয়নাল আবেদীন।
এ কার্যক্রমে কোভিট-১৯ ভ্যাকসিনের প্রথম ডোজের টিকা প্রদান করা হয়। এসময় ৪০ বছরের উর্ধ্বে ব্যক্তির টিকা প্রদানের রেজিস্টেশন করানো হয়।
টিকা কার্যক্রমে সকাল ৯টা থেকে শুরু হয়ে চলে একটানা বিকাল ৪টা পর্যন্ত।
Leave a Reply