রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা:নরসিংদীর রায়পুরা থানা পুলিশের আয়োজনে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা শনিবার থানা চত্বরে অনুষ্ঠিত হয়েছে।আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় রায়পুরার চরাঞ্চলের ৬টি ইউনিয়নের বর্তমান সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশদ আলোকপাত করেন সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণীপেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী রায়পুরার সংসদ সদস্য রাজিউদ্দিন আহমেদ রাজু।অফিসার ইনচার্জ মোহসিনুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক সাবলীল বক্তব্য উপস্থাপন করেন নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার), পিপিএম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জাকির হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শফিউল আলম, অতিক্তি পুলিশ সুপার সদর সার্কেল শাহেদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা সার্কেল খায়রুল ইসলাম।অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আবদুস ছাদেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, পৌর মেয়র মোঃ জামাল মোল্লা প্রমূখ।
Leave a Reply