রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
“প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রবিবার দুপুরে এক বর্ণাঢ্য র্যালী বের করে উপজেলা প্রশাসন।
র্যালিটি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে বের হয়ে সদর এলাকার বিভিন্ন গলি প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে এসে সমাপ্ত হয়।
পরে উপজেলা পরিষদ রুমে সভা এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাহমুদুর রহমান খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক।
বাংলাদেশ মহিলা পরিষদ রায়পুরা সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক আরেফা ফেরদৌস চন্দনার পরিচালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, উপজেলা প্রকৌশলী শামীম ইকবাল মুন্না, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন মোল্লা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা আক্তার প্রমূখ।
Leave a Reply