মো. মোস্তফা খান :
নরসিংদী রায়পুরায় দলীয় নেতা-কর্মী, সমর্থক ও হতদরিদ্রদের মাঝে শনিবার দিন ব্যাপী প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য এডভোকেট এবিএম রিয়াজুল কবির কাওছার।
এসময় তিনি মিজানুর রহমান, লিলু মিয়া, মনির, রোকন উদ্দিন, ইজ্জত আলী, জালালউদ্দিন, আঃ সোবহান, মমতাজউদ্দিন সহ বেশ কয়েকজন হতদরিদ্রদের হাতে পৃথকভাবে মোট তিন লক্ষাধিক টাকার চেক তুলে দেন তিনি।
চেক বিতরণ কালে এ্যাড. কাউছার বলেন, মাদার অব হিউমিনিটি রাষ্ট্র নায়ক শেখ হাসিনা সাধারন মানুষের মুখে হাঁসি ফুটানোর লক্ষেই জীবন বাজি রেখে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তাই আমাদেরকে বার বার উন্নয়নের প্রতীক নৌকাকে বিজয়ী করতে হবে।
এসময় তার সাথে ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ইমান উদ্দিন ভূইয়া, আওয়ামীলীগ নেতা একেএম মহি উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক মহসিন খোন্দকার, যুব ও ক্রিয়া সম্পাদক নজরুল ইসলাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. তোফাজ্জল হোসেনে, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এনায়েতুল্লা ভূইয়া, সহ-সভাপতি মশিউল আলম কনক, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. মনির হোসেন মিঠু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এম নূরউদ্দিন আহমেদ, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাজী এমদাদ, উপজেলা কাউসার সৈনিক লীগের সভাপতি ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক জহির উদ্দিন আহমেদ নাসিম, বিশিষ্ট সমাজ সেবক জাহাঙ্গীর আলম, হাইরমারা ইউপি সদস্য সাইফুল ইসলাম, ছাত্রনেতা মো. সোহাগ মিয়া প্রমূখ।
Leave a Reply