মোঃ রফিকুল হক (রফিক) রায়পুরা (নরসিংদী):
নরসিংদী রায়পুরায় আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণা, ওঠান বৈঠক সহ গণ সংযোগে ব্যাস্ত হয়ে উঠেছে সম্ভাব্য প্রার্থীরা। উপজেলার রায়পুরা ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী নতুন প্রজন্মের প্রার্থী মোঃ ফারুক আলীর এলাকায় অবস্থান ও সমর্থন ভাল আছে এমনটিই জানালেন স্থানীয় সমর্থকরা।
শনিবার সন্ধ্যায় নিজ গ্রাম মামুদপুরে একান্ত ঘরোয়া পরিবেশে বাড়ির লোকজনদের মতামত ও সমর্থন জানতে ওঠান বৈঠকের আয়োজন করেন ফারুক আলী। প্রথমে ওঠান বৈঠক হলেও পরে হয়ে উঠে মতবিনিময় ও আলোচনা সভা।
হাজী মোঃ ফালু মিয়ার সভাপতিত্বে ও মতিউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আলকাছ উদ্দিন ভুইয়া।
চেয়ারম্যান প্রার্থী ফারুক আলী অত্র ইউনিয়নের বিভিন্ন সামাজিক উন্নয়ন, দূর্নীতি, মাদকের নির্মূলের বিরুদ্ধে লড়াই সহ অসহায় খেটে খাওয়া মানুষের পাশে থেকে এই ইউনিয়নকে একটি আদর্শ সুন্দর ইউনিয়ন গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেন এবং সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ব্যাংক কর্মকর্তা রাফি উদ্দিন ভূইয়া, জয়নাল আবেদিন, মিলন মেম্বার, কাজল, তায়েব উদ্দিন মেম্বার, মোনায়েম ভূইয়া, খলিল, আঃ রাজ্জাক, তাজুল ইসলাম, হাজী ইব্রাহিম, দুলাল ভান্ডারি, সোহরাব হোসেন, নাছির, আলমগীর, মজিবর, শাহজালাল সহ স্থানীয়রা।
Leave a Reply