রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা:
নরসিংদীর রায়পুরা উপজেলার রাধাগঞ্জ বাজারে শাহীন ইলেকট্রনিক্স এন্ড ফার্নিচার দোকানে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫০লক্ষ টাকা ক্ষতি সাধিত হয়েছে বলে ক্ষতিগ্রস্ত্য শাহীন মিয়ার দাবী। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টায় এ ঘটনা ঘটে।
দোকান মালিক শাহীন মিয়া ও প্রত্যক্ষদর্শীরা জানান, মূহূর্তের মধ্যেই সাড়া দোকানে ছড়িয়ে পড়ে আগুন। প্রতিবেশী লোকজন এসে আগুন নেভানোর চেষ্ঠা করে। পরে খবর পেয়ে রায়পুরা ফায়ার সার্ভিসের দল এসে দীর্ঘ দেড় ঘন্টা চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। এ সময় দোকানে থাকা ফ্রিজ, ইলেকট্রিক্যাল মালামাল, ফার্নিচার ও সেনিটেশনের মালামাল পুরে ছাই হয়ে যায়। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি। খবর পেয়ে রায়পুরা থানার ওসি মহসিনুল কাদির ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
Leave a Reply