মো. মোস্তফা খান, নরসিংদী:
নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন ইউনিয়নে স্বল্প আয়ের মানুষের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছেন কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাড. এবিএম রিয়াজুল কবির কাওছার।
তিনি বুধবার দিনব্যাপী নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার আমিরগন্জ, হাইরমারা, চরসুবুদ্দি, মির্জানগর ও আদিয়াবাদ ইউনিয়নের পাঁচ শতাধিক স্বল্প আয়ের মানুষের মাঝে ঈদ সামগ্রী (শাড়ী ও লঙ্গী) বিতরন করেন।
ঈদ সামগ্রী বিতরণকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দিপু মাহমুদ, রায়পুরা আওয়ামী লীগ নেতা একেএম মহিউদ্দিন, মশিউল আলম কনক, সিরাজ মিয়া, আশরাফউদ্দিন, মাহবুব হোসেন, এনায়েত উল্লাহ ভূঞা, ইদ্রিছ আলী, আলমগীর হোসনে, আনোয়ার হোসেন ও সাইফুল ইসলাম মেম্বার প্রমুখ।
Leave a Reply