রায়পুরায় (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শুক্রবার সকালে ২শতকর্মহীন, হতদরিদ্র শ্রেণীর লোকদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রান সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য অ্যাড এবিএম রিয়াজুল কবির কাওছার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. ইমান উদ্দিন ভূইয়া, সাংস্কৃতিক সম্পাদক বিশিষ্ট কবি ও ছড়াকার মহসিন খোন্দকার, সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক একেএম মহি উদ্দিন, যুবও ক্রিয়া সম্পাদক নজরুল ইসলাম করিম, সদস্য মো. জয়নাল আবেদীন, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মশিউল আলম কনক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক খোন্দকার টিপু সুলতান, হাইরমারা ইউপি সদস্য মোঃ সাইফুল ইসলাম প্রমুখ।
এতে মরণব্যাধি করোনা ভাইরাস কোভিড-১৯ এর কারনে খেটে খাওয়া সাধারণ দরিদ্র মানুষগুলো কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। এমন পরিবারগুলো বাছাই করে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।
এসময় কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য অ্যাড এবিএম রিয়াজুল কবির কাওছার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী, রাষ্ট্র নায়ক শেখ হাসিনা সরকার প্রচুর পরিমানে ত্রান সামগ্রীর স্ব স্ব উপজেলায় পাঠিয়ে দিয়েছেন। যত বিপর্যয়ই হোকনা কেন বঙ্গবন্ধুর কন্যা যতদিন ক্ষমতায় থাকবে এদেশের প্রত্যেকটা মানুষ নাগরিক সুবিধা পাবে কেউ না খেয়ে থাকবেনা।
Leave a Reply