রায়পুরা (নরসিংদী) প্রতিনিধিঃ:
নরসিংদীর রায়পুরায় এক্স স্টুডেন্টস অব সেরাজনগর এম.এ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় (এক্সসাস) এর উদ্যোগে বিনামুল্যে অক্সিজেন ব্যাংক উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে (এক্সসাস) এর উদ্যোগে এক্সসাস অক্সিজেন ব্যাংক মানুষের কল্যান ও সুবিধার্থে রায়পুরা ও বেলাব উপজেলায় অক্সিজেন সেবা ও সার্ভিস প্রদানে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর জরুরি ভিত্তিতে অক্সিজেন সেবা ও সার্ভিস দিতে পে.ইট ফরওয়ার্ড বাংলাদেশ ও মানুষের জন্য মানুষ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত অক্সিজেন ব্যাংক এর শুভ উদ্ধোধনী অনুষ্ঠান সেরাজনগর এম এ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হল রোমে অনুষ্ঠিত হয়।
উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব, এক্সসাস সভাপতি ও পে.ইট ফরওয়ার্ড এর নির্বাহী সভাপতি মোহাম্মদ ওয়াহিদ হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন এক্সসাস এর সাধারণ সম্পাদক ও ঢাকা ওয়াসা ভবন নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার ওয়াজ উদ্দিন, ঢাকা রেঞ্জ এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সুলায়মান মিয়া, রাজশাহী সরকারী কলেজের প্রভাষক নাছির উদ্দিন, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. রায়হান, (এক্সসাস) এর প্রতিষ্ঠাতা সেক্রেটারী ইটালী প্রবাসী মতিউর রহমান, এক্সসাস এর সহ-সভাপতি ডা. মোগল হোসেন, ইঞ্জিনিয়ার মো: ফরিদ উদ্দিন, এস এম এমদাদুল হক, কাজী আসাদুর রহমান মিলন, একে এম মহিউদ্দিন, মো. খায়রুল হক, আজাদ ওয়াহাব সেলিম, মো. খালেদুল ইসলাম, মো. রুবেল মিয়া, তুহিন মিয়া, তারেক ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সহ সংগঠনের সকল সদস্যবৃন্দ ।
Leave a Reply