বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী):
নরসিংদীর রায়পুরায় এপেক্স ক্লাব অব ভৈরব এর ১৩ তম পালাবদল ও ভৈরব ক্লাবের স্পন্সরে এপেক্স ক্লাব অব টিউলিপ উদ্বোধন করা হয়েছে।
রায়পুরা উপজেলার নূর কমিউনিট সেন্টারে ঝাঁকজমকপূর্ণভাবে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এপেক্স ক্লাব অব ভৈরবের প্রেসিডেন্ট মো. সুলতান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসিডেন্ট এপে: নিজাম উদ্দিন পিন্টু, জেলা গভর্ণর-১ এপে: সুজিত কুমার সাহা সুব্রত, জেলা গভর্ণর-২ এপে: মনিরুল ইসলাম, এলজিপিএনপি মোশারফ হোসেন মিশু, পিএনপি খোরশেদ আলম অরুন, ন্যাশনাল প্রোগ্রাম কো অর্ডিনেটর মুনাব্বর হোসের সেলিম, এপেক্স ক্লাব ভৈরবের লাইফ মেম্বার ফারুক উদ্দিন ভুইয়া, পাস্ট প্রেসিডেন্ট এবিএম আজরাফ টিপু, পাস্ট প্রেসিডেন্ট ডাঃ স্বপন সরকার, ন্যাশনাল সেক্রেটারী হাবিবুর রহমান, ডিস্ট্রিক এইট এর ট্রেজারার শাহজাদা এমরান, এপেক্স ক্লাব অব টিউলিপ ক্লাবের প্রেসিডেন্ট কাজী মেহেরুননাহার লাভলী, সেক্রেটারী খন্দকার নিগার সুলতানা প্রমূখ।
Leave a Reply