রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপির ঐচ্ছিক তহবিল হতে অসচ্ছল ও নিম্ন আয়ের মানুষের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১১মে) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আনুষ্ঠানিক ভাবে চেক বিতরণী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্যের সহধর্মীনী কল্পনা রাজিউদ্দিন।
সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাহমুদুর রহমান খোন্দকার এর পরিচালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক, পৌরসভার মেয়র মো. জামাল মোল্লা, রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
উল্লেখ্য যে, উপজেলার ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১২২ জন অসচ্ছল মানুষের মাঝে ৪লক্ষ ৫৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
Leave a Reply