রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী’র রায়পুরায় এসএসসি পরিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সেরাজনগর এম.এ.পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কতৃপক্ষ।
রবিবার সেরাজনগর এম.এ.পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ আয়োজন করা হয়।
এসময় রায়পুরা মডেল কলেজের পক্ষ থেকে ৩৪৭ জন এসএসসি পরিক্ষার্থীকে শিক্ষা উপকরন বিতরন করা হয়।
রায়পুরা মডেল কলেজের পক্ষে প্রতিষ্ঠাতা সদস্য আমির হোসেন ও নজরুল ইসলাম উপস্থিতে এসব শিক্ষা উপকরন এসএসসি পরিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন।
রায়পুরা মডেল কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আমির হোসেন জানান, শুধু সেরাজনগর হাই স্কুলই নয় রায়পুরার বৃহৎ উপজেলার বিভিন্ন স্থানে এসএসসি পরিক্ষার্থীদের মাঝে তারা এ শিক্ষা উপকরন বিতরন করেন।
অনুষ্ঠানে সেরাজনগর এম.এ.পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এম.পি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক, চান্দেরকান্দি ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম মিঠু, অলিপুরা ইউপি চেয়ারম্যান আল-আমিন ভূঁইয়া মাসুদ প্রমূখ।
Leave a Reply