রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা:
নরসিংদীর উপজেলা ছাত্রলীগে সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিলের নেতৃত্বে ছাত্রলীগের ১০ জন নেতাকর্মী কৃষকদের ধান কাটায় অংশগ্রহণ করেন। শুক্রবার এই সময় তারা উপজেলার চান্দেকান্দি ইউনিয়নের কৃষক করিম মিয়ার দেড় কানি ক্ষেতের ধান কেটে তা বাড়িতে পৌঁছে দেন।
এ ব্যাপারে রায়পুরা উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুল হক চৌধুরী শাকিল বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কৃষকরা অসহায় হয়ে পড়েছেন। ধান কাটার জন্য কৃষক শ্রমিক যাচ্ছেন না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে কৃষকের ধান কেটে দিচ্ছি।
তিনি আরো বলেন, এ কাজে উপজেলা ছাত্রলীগ, রায়পুরা সরকারি কলেজ ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছে। ছাত্রলীগ কৃষকের পাশে আছে ভবিষ্যতেও থাকবে।
এ ব্যাপারে কৃষক মো. করিম মিয়া বলেন, শ্রমিক সঙ্কট ও অর্থের অভাবে পাকা ধান কাটতে পারছিলাম না। এই দুর্দিনে ছাত্রলীগ পাশে এসে দাঁড়িয়েছে। তারা জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়ে গেছেন। এসময় তিনি ছাত্রলীগকে ধন্যবাদ জানান।
Leave a Reply