নিজস্ব প্রতিবেদক :
নরসিংদীর রায়পুরায় খাজা গরীবে নেওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি (রঃ) এর পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হয়েছে।
রায়পুরার মাটিও মানুষের নেতা সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি’র সার্বিক ব্যবস্থাপনায় বৃহস্পতিবার (২১অক্টোবর) দুপুরে উপজেলার রেলগেইট সংলগ্ন রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়াম মাঠে এ পবিত্র ওরস মোবারক অনুষ্ঠিত হয়।
রায়পুরা পৌরসভা আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব মাহবুব আলম শাহীন জানান, প্রতিবছরের ন্যায় এবারও অত্যান্ত শান্তিপূর্ন পরিবেশে সুশৃঙ্খলভাবে উপজেলার প্রায় ১৫ হাজার লোক আপ্যায়িত হয়েছে।
এ সময় সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি, উপজেলা আওয়ামিলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, সিনিয়র সহ-সভাপতি অ্যাড. ইউনুস আলী ভূইয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ পার্থ, রায়পুরা পৌরসভার মেয়র মো. জামাল মোল্লা, পৌরসভা আওয়ামিলীগের সভাপতি মো. মাহবুব আলম শাহীন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ মোনাজাতে অংশ নেন এবং মোনাজাতের মাধ্যমে ওরস মোবারকের কার্যক্রম সমাপ্তি করা হয়।
Leave a Reply