রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরার পৌর এলাকার হাসিমপুর মৌলভীবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ১০টি দোকান পুড়ে গেছে।
মঙ্গলবার (১০ মে) দিবাগত রাত আনুমানিক ১টার আগে এ ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা বৈদ্যুতিক শর্টসার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে রায়পুরা ফায়ার সার্ভিসের কর্মী ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই চাউলের গোডাউন, মাছের আড়ৎসহ ৮-১০টি দোকান ভস্মীভূত হয়ে যায়। মালামালসহ প্রায় কোটি টাকার ক্ষয় ক্ষতির ধারনা করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দা জানান, এলাকার মাইকিং করার পর সাথে সাথে ১টা ২০ মিনিটে দৌড়ে বাজারে আসি। আনুমানিক ২টা ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আসে স্থানীয় ও ফায়ারসার্ভিস কর্মীরাদের সহায়তায়। আগুনে পুড়ে যাওয়া মুদি দোকানি পিযুশ পালের মুদির দোকান, আবুল মিয়ার চাউলের গোডাউন, অনুকুলের মাছের আড়ৎ, ইনফল মিয়ার হাডওয়্যারের দোকান, হোসেন মিয়ার মুদির দোকান, রেহমান মিয়ার বস্তা ঠুংগার কারখানা, লিটন মিয়ার মুদি দোকান।
রায়পুরা ফায়ার সার্ভিস ষ্টেশনের লিডার মো নাসির উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ারসার্ভিস কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
Leave a Reply