রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জানগর ইউনিয়নের হুমায়ুন সাধূর মাজারে অভিযান চালিয়ে ১৫০ পুরিয়া গাঁজা ও উপকরণসহ ৪জনকে গ্রেপ্তার করা হয়।
সাজাপ্রাপ্তরা হলো: রায়পুরা উপজেলার বাঙ্গালীনগরের মোঃ শাজাহান মিয়া (৪০), মির্জানগরের ওয়াহাব মিয়া (৫০), আদিয়াবাদের মাসুদ মিয়া (৪৫) ও উত্তর মির্জানগরের রোমানা খাতুন বৃষ্টি (৩০)।
বৃহস্পতিবার দুপুরে আটককৃতদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো সাত দিনের কারাদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্র্যাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম।
ভ্রাম্যমান অভিযানে অংশ নেন নরসিংদীর মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান, উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম, সহকারী উপ-পরিদর্শক মোঃ জাকির হোসেন, মাহবুবুর রহমান প্রমূখ।
সাজা প্রদান শেষে উপজেলা পরিষদ চত্বরে জনসম্মুখ্যে ১৫০ পুরিয়া গাঁজা ও উপকরণ আগুনে পুড়ে ধ্বংস করা হয়।
Leave a Reply