রায়পুরা প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় মেসার্স নূর এন্টারপ্রাইজ নামে একটি গ্যাসের দোকানে দুধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার রায়পুরা পৌর এলাকায় রায়পুরা সরকারি কলেজ রোডে গৌরাঙ্গের মোর সংলগ্ন ওই দোকানে এই চুরির ঘটনা ঘটে।
জানা যায়, রায়পুরায় প্রতিনিয়ত ঘটে যাচ্ছে চুরির ঘটনা। প্রশাসনের নাকের ডগায় এমন ঘটনা নতুন নয়, এর আগেও পৌর এলাকায় তুলাতলীসহ বিভিন্ন ওয়ার্ডে দোকান ও বসতঘরে চুরির ঘটনা ঘটেছে। দোকানের সত্তাধিকারী রায়পুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম নূরউদ্দিন আহমেদ জানান, গত ৮ জানুয়ারী শুক্রবার দিবাগত রাত ০৯টায় দোকান বন্দ করে তালা দিয়ে বাড়ী চলে যায় পরদিন ৯ জানুয়ারী দুপুর ২টার দিকে দোকান খুলতে গিয়ে দেখেন দোকানের সাটার নামানো কিন্তু তালা নেই। পরে সাটার উপরে তোলে দেখেন, বসুন্ধরা কোম্পানির গ্যাস ভর্তি ২৫টি সিলিন্ডার ও ক্যাশের তালা ভেঙে ৮ হাজার ৫০০ টাকা চুরি করে নিয়ে গেছে। এ ব্যাপারে রায়পুরা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন তিনি।
অভিযোগের পর ঘটনাস্থল পরিদর্শন করেন রায়পুরা থানার এসআই মো. আলমগীর হোসেন।
চুরির ঘটনায় রায়পুরা থানা পুলিশের সাথে যোগাযোগ করলে সেকেন্ড অফিসার দেব দুলাল জানান, অভিযোগ পেয়েছি চোরাই মাল উদ্ধার করার জন্য পুলিশ সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে।
Leave a Reply