হারুনুর রশিদ:
নরসিংদী রায়পুরার মহেশপুর ইউনিয়ন সাঁপমারা একটি নির্জন জায়গায় ইজিবাইক চালককে অজ্ঞান করে ঝুপ-ঝারে ফেলে রেখে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটে। স্থানীয়রা প্রাথমিক ভাবে ধারনা করছে, ওই চালকের ইজিবাইকসহ সাথে থাকা মোবাইল টাকা-পয়সা নিয়ে যায় ছিনতাইকারীরা।
শনিবার রাত আনুমানিক ১০টায় নীলকুঠি আলগী আঞ্চলিক সড়কে সাঁপমারা এলাকায় এ ঘটনা ঘটে।
চালকের নাম মোঃ শামিম। রায়পুরা পৌরসভা কুরেরপাড় গ্রামে মোঃ মালেক মিয়ার ছেলে বলে প্রথমিক ভাবে জানা গেছে।
Leave a Reply