বিনা আক্তার, স্টাফ রিপোর্টার (নরসিংদী):
মুজিববর্ষে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২২ উপলক্ষে র্যালি, ভূমিকম্পে-অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়ার আয়োজন করেছে নরসিংদীর রায়পুরা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাণকেন্দ্র সেরাজনগর এম এ পাইল মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতিতে দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। পরে উপজেলা প্রশাসন, দমকল বাহিনীর সদস্য, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থীদের অংশ গ্রহনে বর্ণাঢ্য র্যা লি বের হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. বোরহান উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেন মোল্লা, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা খান, রায়পুরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ভারপ্রাপ্ত ইনচার্জ নাসির উদ্দিন, সেরাজনগর এম এ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেনসহ শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীগণ।
Leave a Reply