বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
রায়পুরা উপজেলার অলিপুরা ইউনিয়নের নবিয়াবাদ গ্রামে দুই শিশুর মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সৃষ্ট ঝগড়ায় অপর পক্ষের ডলি বেগম নামে একজন রক্তাক্ত জখম হয়েছে বলে খবর পাওয়া গেছে। এসময় শাহিদা বেগম নামে অপরপক্ষের একজন সামান্য আঘাত প্রাপ্ত হন।
স্থানীয় সুত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে কবির মিয়া ও কাজল মিয়ার পরিবারের সদস্যদের মধ্যে তুচ্ছ ঘটনাকে (ঘুড়ি কেনা) কেন্দ্র করে বিবাদ সৃষ্টি হয়। এক পর্যায়ে দুই পরিবারের মধ্যে হাতাহাতি শুরু হয়। হাতাহাতিতে কবির হোসেনের স্ত্রী ডলি বেগম (৩৫) প্রতিপক্ষের দায়ের কোপে রক্তাক্ত জখম হয়।
ডলি বেগমের ছেলে শাওন (১৬) জানান, তার মাকে কাজল মিয়া সহ তার পরিবারের সদস্যরা মিলে এলোপাতাড়ি মারতে থাকে। তার মায়ের চিৎকার শুনে দৌড়ে গেলে তাকেও মারধর শুরু করে।
প্রতিবেশী হারুন মিয়া জানান, ঝগড়ার কথা শুনে তিনি দৌড়ে আসেন এবং ঘটনাস্থলে ডলি বেগমকে রক্তাক্ত জখম অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন। পরবর্তী তিনি ও শাওন মিলে ডলি বেগমকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে আসেন।
এই ঘটনায় এখনো থানায় কোন লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে ও জানান ভুক্তভোগী পরিবার।
Leave a Reply