রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা:
নরসিংদীর রায়পুরা উপজেলা ৫০শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স এর স্টাফ কোয়ার্টারে দিনদুপুরে দুধর্ষ চুরির ঘটনা ঘটে।
স্টাফ কোয়াটার করতোয়া বিল্ডিংএর দ্বিতীয় তলায় সিনিয়র স্টাফ নার্স তাজনিন সুলতানার বাসায় মঙ্গলবার সকাল আনুমানিক ১০টায় এ ঘটনাটি ঘটে।
নার্স তাজনিন সুলতানা জানান, আমি দুদিন ধরে ছুটিতে আছি। ঘটনার দিন সকাল আটটায় আমার পাশের বাসার সহকর্মী আমার বাসার রুমটি তালাবদ্ধ দেখে অফিসে চলে আসেন। দুপুর আনুমানিক বারোটায় জরুরী প্রয়োজনে আমার স্বামী আঃ কুদ্দুছ মিয়া বাসায় এসে রুমের দরজার তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পেয়ে আমাকে ফোন দেয়। আমি দ্রæত বাসায় এসে দেখি স্টীলের আলমারী ও ওয়াড্রপ ভাংচুর করে সংরক্ষিত নগদ প্রায় ২৫ হাজার টাকা ও তিনটি স্বর্ণের আংটি যার আনুমানিক ওজন ১ভরি নিয়ে যায়। ধারনা করা হচ্ছে সকাল ৮টা হতে দুপুর বারোটার মাঝামাঝি সময়ে ছুরির ঘটনা ঘটে।
তিনি আরো জানান, আশপাশের কোয়ার্টারগুলোতেও বিগত দিনে এ ধরণের চুরি ঘটনা একাধিকবার ঘটেছে।
উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: আবু সাঈদ মোহাম্মদ ফারুক চুরির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি আমি গুরুত্বসহকারে দেখবো।
Leave a Reply