নিজস্ব প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি এলাকায় আজ সোমবার সন্ধ্যায় দুই ইউপি সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইয়াছিন মিয়া (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। এসময় অন্তত ১৫জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
নিহত কিশোর কাচারীকান্দি গ্রামের মো. হবি মিয়ার ছেলে। তাৎক্ষিণভাবে আহতদের পরিচয় জানা যায়নি। আহতদের নরসিংদী সদর ও উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্স চিকিৎসা দেওয়া হচ্ছে।
মৃত্যু খবর নিশ্চিত করে রায়পুরা থানার সেকেন্ড অফিসার এসআই দেব দুলাল দে জানান, বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ৭/৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অভিযান চালিয়ে যাচ্ছে পুলিশ।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারীকান্দি এলাকায় দুই ইউপি সদস্য মো. ফজলু মিয়া ও শাহ আলমের সমর্থকদের মধ্যে তুচ্ছ ঘটনাতে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরে উভয় দলের শতাধিক লোক দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। ওই সময় ফজলু মেম্বারের দলের ইয়াছিন নামে এক কিশোর বুকে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। সংঘর্ষে গুলিবিদ্ধসহ রক্তাক্ত জখম হয়েছেন অন্তত ১৫ জন।
Leave a Reply