রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা:
নরসিংদীর রায়পুরায় করোনা ভাইরাসের আতঙ্কে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলার শ্রীরামপুর ও রায়পুরা পুরান বাজারে এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্যাট উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাহমুদুর রহমান খোন্দকার।
এ সময় পেয়াজ বিক্রেতা মোঃ ইলিয়াসকে ৫ হাজার, মোঃ আলাউদ্দিনকে ৫ হাজার টাকা, মোস্তফা মিয়াকে ১০ হাজার, শাহ আলমকে ১০ হাজার টাকা এবং মোঃ খোকন মিয়া নামে একজন চাল ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালত।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী কমিশনার ভূমি মোঃ মাহমুদুর রহমান খোন্দকার।
Leave a Reply