মো. মোস্তফা খান, নরসিংদী:
নরসিংদী রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের পলাশতলী গ্রামের নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সদস্য অ্যাড. এবিএম রিয়াজুল কবির কাওছার। রবিবার সকালে পরিদর্শন শেষে নদীগর্ভে বিলীন হয়ে যাওয়া পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন তিনি।
এর পূর্বে নেতাকর্মীদের সাথে নিয়ে পান্তশালা ফেরিঘাট থেকে নৌকা নিয়ে ভাঙ্গণ এলাকা পলাশতলী ঘাটে প্রবেশ করলে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার শত শত লোকজন এ্যাড. কাওছারকে স্বাগত জানান এবং হাতের লেখা প্লেকার্ড নিয়ে বেড়িবাধের দাবীতে নদীর তীরে অবস্থান করেন।
ভাঙ্গনকবলিত এলাকা পরিদর্শন ও ত্রান বিতরন কালে অন্যদের মধ্যে ছিলেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইমান উদ্দিন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, সাবেক যুব ও ক্রিয়া সম্পাদক একেএম মহিউদ্দিন, যুব ও ক্রিয়া সম্পাদক (বর্তমান) নজরুল ইসলাম করিম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এম নূরউদ্দিন আহমেদ, পৌরসভা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলমগীর হোসেন, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান ফরিদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেবুবুল আলম রিপন, হাইরমারা ইউপি সদস্য সাইফুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের নেতা মশিউল আলম কনক, সম্পাদীকা সেলিনা আক্তার, আঃ বাছেদ মাষ্টার, এম আর মজিবুর রহমান, স্থানীয় আওয়ামীলীগ নেতা অলি মেম্বার, মকবুল হোসেন মেম্বার, আল আমিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
Leave a Reply