শফিকুল ইসলাম, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী রায়পুরা উপজেলার প্রাণকেন্দ্র শ্রীনগর ইউনিয়নের অবস্থিত মেঘনা নদীর স্বাভাবিক গতিপথ ও নাব্যতা রক্ষায় এবং নদীর দূষন ও তীর বেদখল রোধকল্পে জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার( ১৫ জুন) বিকালে শ্রীনগর ইউনিয়নের পান্থশালা এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকী।
এসময় উপস্থিত ছিলেন শ্রীনগর ইউনিয়নের চেয়ারম্যান রিয়াজ মোর্শেদ খান রাসেল, পাড়াতলী ইউপি চেয়ারম্যান ফেরদৌস কামাল জুয়েল, মরজাল ইউপি চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, মির্জারচর ইউপি চেয়ারম্যান মাহফুজা আক্তার, নিলক্ষা ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান শামীম, চরমধুয়া ইউপি সাবেক চেয়ারম্যান আব্দুস সালাম সিকদার, রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ মনিরুজ্জামান, সদস্য শফিকুল ইসলাম, শ্রীনগর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোঃ রমজান অর মুজাহিদ, অলিপুরা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন, শ্রীনগর ইউপির পুলিশ বিট অফিসার বাপ্পী কবিরাজসহ প্রমুখ।
বক্তারা বলেন – নদীর বাঁধরক্ষা ও ভাঙ্গন রোধে খনন করা অতিব জরুরি। সরকার এবং দেশের সার্থে আমরা বেদখল জমি ছেড়ে দেব।
Leave a Reply