রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা:
নরসিংদীর রায়পুরায় চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রে প্রবেশ করে গোলযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে দুইজনকে পৃথকভাবে ১৫দিনের সাজা প্রদান করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
রবিবার পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলার শতদল বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ঘটনাটি ঘটে।
সাজাপ্রাপ্তরা হলেন সাইফুল ইসলাম ও বিজয় উজ্জামান। তাদের মধ্যে সাইফুল ইসলামকে ১৫দিনের সশ্রম কারাদন্ড ও বিজয় উজ্জামানকে ১০হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৭দিনের কারাদন্ড প্রদান করা হয়।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুর রহমান খোন্দকার বলেন, পরীক্ষা কেন্দ্রে গোলযোগ ও বিশৃঙ্খলার দায়ে দুইজনকে বিভিন্ন মেয়াদে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা প্রদান করা হয়েছে।
Leave a Reply