নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর রায়পুরায় পূর্ব শ্ত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় টেটাবিদ্ধ হয়ে ইউপি সদস্যসহ ২ জন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
আহতরা হলো- আমিরগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য গোলজার হোসেন (৪৫) ও তার ভাতিজা ইয়ামিন (১৭)। আহতদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর এলাকায় থমথমে ভাব বিরাজ করছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় ভাটিবদরপুর গ্রামের রফিকুল ইসলাম রবি ও ইউপি সদস্য গোলজার হোসেনের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে ইউপি সদস্য গোলজার হোসেন ৭/৮ জন নিয়ে নলবাটা মাদ্রাসার সামনে অবস্থান করছিল। এসময় স্থানীয় রফিকুল ইসলামের নেতৃত্বে ৪০/৫০জনের একটি দল বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাদের উপর হামলা চালায়। হামলাকারীরা টেটা দিয়ে ইউপি সদস্য ও তার ভাতিজাকে গুরুতর আহত করে। খবর পেয়ে এলাকাবাসী এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা গোলজার হোসেন ও ইয়ামিনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
উল্লেখ্য রফিকুলের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধে প্রায় দেড় মাস জেল হাজতে ছিলেন গোলজার হোসেন। রবিবার সন্ধ্যায় ইউপি সদস্য গোলজার হোসেন জেলা কারাগার থেকে জামিনে বেরিয়ে আসার পর সোমবার এই হামলার ঘটনা ঘটে।
আমিরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রিয়াজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানায়, পূর্ব শত্রুতার জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।
Leave a Reply