রায়পুরা ( নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরা প্রতিবন্ধী অটিজম স্কুলের শিক্ষার্থীদের মাঝে শীত বস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ উত্তর পাড়া অবস্থিত স্কুল প্রাঙ্গণে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আবদুল মোমেন মিয়া।
আমিরগঞ্জ ইউনিয়নের সংরক্ষিত সদস্য ও আরডিএস এর পরিচালক খালেদা পারভীন এর সভাপতিত্বে উদ্বোধন করেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক।
আরডিএস পরিচালক শাদেকুর রহমান সরকার খোকার সঞ্চালনায় বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, দক্ষিণ মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাখাওয়াত হোসেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ারা বেগম রেনু, আমিরগঞ্জ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য মনোজ কুমার সাহা, সহকারী শিক্ষক লিমা আক্তার ও আবুল হাসান মৃধা প্রমূখ।
এসময় প্রায় ৪০ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে কম্বল, শীত বস্ত্র ও শিক্ষা উপকরণ কলম খাতা ও ক্যাপ বিতরণ করা হয়েছে।
Leave a Reply