“আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার” এই মূলমন্ত্রকে সামনে রেখে সারাদেশের মত নরসিংদীর রায়পুরায়ও ২০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমিসহ ও গৃহহস্তান্তর করা হয়েছে।
উপজেলার চরসুবুদ্দি আশ্রয়ণ প্রকল্পস্থলে আনুষ্ঠানিকভাবে এই জমি ও ঘরগুলো হস্তান্তর করা হয়।
মঙ্গলবার সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারাদেশে ৩২ হাজার ৯শ ৪জন পরিবারের মধ্যে জমি সহ ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপকারভোগীদের মাঝে চাবি ও বাড়ীর মালিকানা কাগজপত্রাদী হস্তান্তর করেন নরসিংদী স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ভূঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিক।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস ছাদেক, সহকারি কমিশনার ভূমি মো. সাজ্জাত হোসেন, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আবদুল মোমেন, উপজেলা প্রকৌশলী শামীম ইকবাল মুন্না, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. বোরহান উদ্দিন, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, চরসুবুদ্দি ইউপি চেয়ারম্যান হাজী নাসির উদ্দিন সহ স্থানীয় গণমাণ্য ব্যক্তিবর্গ।
Leave a Reply