রায়পুরা প্রতিনিধিঃ- নরসিংদী রায়পুরায় প্রেসক্লাবের উদ্যোগে শনিবার সকালে প্রেসক্লাবের হলরোমে শীতার্তদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। এই নিয়ে চলতি শীতে দ্বিতীয় বারের মতো কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণী অনুষ্ঠানে এম নূরউদ্দিন আহমেদ এর পরিচালনায় সভাপতিত্ব করেন রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল আলম লিটন। এসময় উপজেলা আওয়ামীলীগের সাবেক যুবও ক্রীড়া সম্পাদক একেএম মহিউদ্দিন, প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলীর সদস্য মোঃ জয়নুল আবেদীন, মোসলেহ উদ্দিন বাচ্চু, সহসভাপতি ফরিদ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, ক্লাবের সাবেক সভাপতি বশির আহম্মেদ মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা খান, ক্লাবের দপ্তর সম্পাদক মোঃ ফরিদ মিয়া, সদস্য রুস্তম মিয়া, এম আজিজুল হক, জহির উদ্দিন আহমেদ নাসিম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তার বক্তব্যে বলেন শীতের শুরুতে শীতার্তদের মাঝে ৫শতাধিক কম্বল বিতরণ করেছিলাম। রায়পুরা উপজেলায় ২৪টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। বিশাল এলাকা হওয়াই তখন কিছু শীতার্তদের হাতে কম্বল দিতে পারিনাই। আর এখন আবারও হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়াই বাদ পরা শীতার্তদের কথা চিন্তা করে কেন্দ্রীয় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের অন্যতম সদস্য অ্যাড এবিএম রিয়াজুল কবির কাওছার এর মাধ্যমে আবারও শতাধিক কম্বলের ব্যবস্থা করেছি। রায়পুরা প্রেসক্লাবের প্রত্যেকটি সাংবাদিক মানুষের কল্যাণে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার আশ্বাস প্রধান করেন।
Leave a Reply