রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় ফুটবল খেলার সময় বজ্রপাতে তোফাজ্জল হোসেন (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। এসময় তার বন্ধু এনামুল হক (১৬) গুরুতর আহত হয়। নিহত তোফাজ্জল উপজেলার রাধানগর ইউনিয়নের সাহেরচর পূর্বপাড়ার আকবর আলীর ছেলে এবং সাহেরচর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল।
আজ শনিবার (৬ জুন) দুপুরে রাধানগর ইউনিয়নের নিজগাঁও হাওড় এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাধানগর ইউপি সদস্য তাজুল ইসলাম ও রায়পুরা থানার সেকেন্ড অফিসার দেব দুলাল।
ইউপি সদস্য তাজুল ইসলাম বলেন, বন্ধুদের সাথে ফুটবল খেলতে নিজগাঁও হাওড়ে যায় তোফাজ্জল। খেলার সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলে মারা যায় তোফাজ্জল। এ ঘটনায় গুরুতর আহত এনামুলকে নিকটস্থ্য ভৈরব ট্রমা হাসপাতালে ভর্তি করানো হয়। তার অবস্থা আশংকাজনক বলে তিনি জানান।
Leave a Reply