রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা:
নরসিংদীর রায়পুরায় পারিবারিক কলহের জেরে পুত্রের হাতে গরু ব্যবসায়ী মোঃ ইসমাইল হোসেন (৬০) নামে পিতা খুন হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই ঘটনার জিজ্ঞাসাবাদের জন্যে পুত্র জামালকে আটক করে থানায় নেওয়া হয়েছে।
বুধবার দিবাগত রাতে শ্রীনগর ইউনিয়নের শ্রীনগর গ্রামে ঘটনাটি ঘটেছে।
নিহতের স্ত্রী জানান, মালয়েশিয়া প্রবাসী জামালের স্ত্রীর পরকিয়া নিয়ে তার স্বামীর সাথে ছেলের দ্বন্ধ লাগে। এ ঘটনায় তার স্বামীকে ছেলে জামাল কয়েকবার মারার হুমকি দেয়। বুধবার রাতে আনুমানিক সাড়ে ৯টায় খাবার খেয়ে বারান্দার রোমে ঘুমোতে যায় স্বামী মোঃ ইসমাইল হোসেন। সকালে খবর পান বাড়ীর কাছে রাস্তার ঢালে তার স্বামীর লাশ পড়ে রয়েছে। এই ঘটনার সাথে তার ছেলে জামাল জড়িত আছেন বলে জানান নিহতের স্ত্রী। খবর পেয়ে বাঁশগাড়ী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ গোবিন্দ সরকার নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
Leave a Reply