রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মুন্না (১১) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সাকাল সাড়ে ৮ টায় রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের সাপমারা মাঝের বাড়ি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মুন্না মিলন মিয়ার ছেলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল সাড়ে আটটায় সাপমারা ১৫৬ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এর পাশে আম গাছে আম পাড়তে যায় মুন্না। তখন কাঁচা বাঁশের লাঠি দিয়ে আম পাড়ার চেষ্টা করলে আম গাছের সাথে লাগোয়া বিদ্যুতের তারের সংস্পর্শে বাঁশের লাঠির মাধ্যমে তার শরীর বিদ্যুৎপৃষ্ট হয়ে যায়। ঘটনাস্থলেই মুন্না মারা যায়। পরে স্থানীয় চারজন যুবক তাকে উদ্ধার করে।
নিহত মুন্নার বাবা মিলন মিয়া জানান, ৩ ভাই বোনের মধ্যে মুন্না সবার বড়। সকালে নাস্তা খেয়ে বাড়ি হতে বের হয়। কিছুক্ষণ পর তার বিদ্যুৎপৃষ্ট হওয়ার খবর পাই। বাড়ি হতে ৬০০ মিটার দূরে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের একটি আমগাছে বিদ্যুৎপৃষ্ট অবস্থায়ই তার মৃত্যু হয়।
Leave a Reply