বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় বিভিন্ন ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থানা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়ন ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রধানমন্ত্রীর দেয়া উপহার পেয়েছেন অসহায় পরিবার। প্রতিটি ইউনিয়নের ৫০০ পরিবার এ উপহার পান।
বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য বিধি মেনে এ উপহার তুলে দেন ইউপির চেয়ারম্যানগণ।
চরসুবুদ্ধি ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান হাজী নাসির উদ্দিনের সভাপতিত্বে উপহার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর হোসেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী বোরহার উদ্দিন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
পরে মুছাপুর ইউনিয়ন পরিষদ কার্যলয়ে স্বাস্থ্যবিধি মেনে উপহার তুলে দেয়া হয় ৫০০ অসহায় পরিবারকে। উপহার হিসেবে প্রত্যেকে পরিবার পাচ্ছেন নগদ ৫০০ টাকা। এ উপহার বিতরণ করেন মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হোসেন ভূইয়া। এসময় শিক্ষক প্রতিনিধ, মুক্তিযোদ্ধা ও ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
রাধানগর ইউনিয়নে সকালে ৫০০ অসহায় পরিবারকে উপহার দেয়া হয়। ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম তপন ছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী মৎস কর্মকর্তা মো. শহিদুল আলম, সাহেরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু সৈলেশ চন্দ্র দাস, মুক্তিযোদ্ধা মো. দেলোয়ার হেসেন প্রমূখ।
মহেষপুর ইউপি কমপ্লেক্সে ৫০০ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন চেয়ারম্যান মো. আব্দুর রউফ। এসময় উপস্থিত ছিলেন দৌলতকান্দি আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. কাজল ভূইয়া, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুদ্দিন, ইউপি সদস্য আপাজ উদ্দিন, জাহাঙ্গীর আলম, হাসান আলী, মহিলা সদস্য মনেয়ারা বেগম, আক্তারা বেগম প্রমূখ।
এছাড়াও একইদিন উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৫০০ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০০ টাকা করে প্রদান করা হয়।
Leave a Reply