বিনা আক্তার, স্টাফ রিপোর্টার:
“সুরক্ষিত বিশ্ব, নিশ্চিত স্বাস্থ্য” এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে র্যা লি ও আলোচনা সভার আয়োজন করে নরসিংদীর রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে র্যা লিটি বের হয়ে প্রধান সড়ক সহ বিভিন্ন গলি প্রদক্ষিন শেষে পূণরায় কমপ্লেক্স চত্বরে এসে সমাপ্ত হয়।
পরে স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নূরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদে।
স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) আবদুল ওয়াদুদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. আজগর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হাজী আব্দুল মোমেন, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান প্রমূখ।
এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
Leave a Reply