বিনা আক্তার, রায়পুরা (নরসিংদী) :
নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয় আওয়ামীলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩ অক্টোবর) বিকেলে পিরিজকান্দী উচ্চ বিদ্যালয় মাঠে এই সভা অনুষ্ঠিত হয়।
বিকেল ৩টা থেকে বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা বাদ্যযন্ত্র বাজিয়ে মিছিল নিয়ে সভায় যোগ দেয়।
বৃষ্টির কারনে কর্ম সভায় উপস্থিত হতে না পেরে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্যে রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি মাইকের মাধ্যমে সকলের স্বতস্ফুর্ত অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান এবং মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আসন্ন ইউপি নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে আহবান জানান।
মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. তাজুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যিুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু এমপির পুত্র রাজিব আহমেদ পার্থ।
বিশেষ অতিথির বক্তব্যে রাজিব আহমেদ পার্থ বলেন, যে কোনো মূল্যে মির্জাপুর ইউনিয়নবাসীকে দুর্নীতিবাজ আসাদ চেয়ারম্যানের হাত থেকে রক্ষা করতে হবে।
এ সময় তিনি মির্জাপুর ইউপি’র বর্তমান চেয়ারম্যান আসাদুল্লাহ ভুইঁয়ার অনিয়ম ও দুর্নীতির কিছু বিবরণ তুলে ধরেন।
কর্মী সভায় আরো বক্তব্য রাখেন রায়পুরা পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলম শাহীন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি এ্যাডভোকেট ইউনুস আলী ভূইয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো সেলিম মিয়া, অর্থ বিষয়ক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মঞ্জুর এলাহী, প্রচার সম্পাদক ডা. মো আসাদ, মুছাপুর ইউপি চেয়ারম্যান মো হোসেন ভূইয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো আল আমিন হেসেন সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
Leave a Reply