নরসিংদীর রায়পুরায় ভাতিজার সম্পত্তি অবৈধভাবে দখলের অভিযোগে চাচার বিরোদ্ধে সংবাদ সম্মেলন’ এ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সোমবার (২মার্চ) রায়পুরা প্রেসক্লাবের হল রুমে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় হাজী ইদ্রিছ ফকির বলেন, আমার ভাই সুরুজ ফকিরের কোন সন্তান নেই। তিনি মারা যাওয়ার পর তার স্ত্রী জাহানারা বেগম তার প্রাপ্য অংশ টুকু তাদের কোন সন্তানাদী না থাকায় তার স্বামীর ছোট দুই ভাইয়ের ছেলেদের নিজ সন্তান দাবী করে দান করেন। কিছূদিন আগে সহকারী কমিশনার ভূমির কার্যালয় থেকে এস এ ১৪১১ এবং আর এস ৩৬৪৯ দাগে আমাদেরকে নোটিশ করা হয়। যেখানে আমাদের কোন হিস্যা নেই। পরবর্তিতে এই দাগে কোন জমি না পেয়ে আমাদের জমি জোড়পূর্বক মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী মানিক মোল্লাকে হাত করে দখলে নিতে চায় আমার ভাইয়ের ছেলে দাবী করা সুমন। ইতিমধ্যে মানিক মোল্লার বিরুদ্ধে পুলিশ সুপার নরসিংদী বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি। আজকে আমি উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে উক্ত ঘটনা তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপেক্ষর নিকট জোড় দাবী জানাচ্ছি।
এসময় প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply