রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় চার প্রতিষ্ঠান কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ১৩ হাজার টাকা প্রশাসনিক জরিমানা আদায় করা হয়েছে।
উপজেলার রায়পুরা বাজার ও শ্রীরামপুর এলাকায় বেলা সাড়ে ১২টা থেকে ৩ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেয়াদ বিহীন কাটা ঔষধ ও অননুমোদিত রং ধ্বংস করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো আজগর হোসেনের সার্বিক সহযোগীতায় জেলা ভোক্তা অধিকার সহকারী পরিচালক মুহাম্মাদ হাসানুজ্জামান এ অভিযান পরিচালনা করেন।
এ সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মোঃ নাজমুল হক টুটুল ও থানা পুলিশ উপর্যুক্ত অভিযানে সহায়তা প্রদান করেন।
রায়পুরা বাজারে ভোজ্যতেল, পেঁয়াজ, মাছ, মুদিব্যবসায়ীসহ অনন্য ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে পণ্য ক্রয়-বিক্রয় ভাউচার, মূল্য তালিকা, বাটখারা পর্যবেক্ষণ করা হয়।
এসময় প্রমোদ সুইটমিটকে উৎপাদিত খাদ্যদ্রব্য (মিষ্টি) খোলা অবস্থায় সংরক্ষণ করায় ২ হাজার টাকা। শ্রীরামপুর এলাকার সততা এন্টারপ্রাইসকে বেশী দামে সয়াবিনতেল বিক্রয় করায় ৪ হাজার টাকা। মামুন টেডার্সকে(ফার্মেসি) মেয়াদ বিহীন ঔষধ সংরক্ষণ করায় ২ হাজার টাকা জরিমানা।
নূর নাস্তা ঘরকে অননুমোদিত রং ব্যবহারে ও উৎপাদিত খাদ্যসামগ্রী রাস্তার পাশে খোলা অবস্থায় সংরক্ষণ করায় ৫ হাজার টাকা জরিমানা করে বর্ণিত রং ধ্বংস করে জরিমানা করে সতর্ক করা হয়।
সহকারী পরিচালক মুহাম্মাদ হাসানুজ্জামান জানান, উপস্থিত ভোক্তাসাধারণকে পণ্য বা সেবা ক্রয়ে প্রতারিত হলে অথবা বেশি দামে পণ্য বা সেবা ক্রয়ে বাধ্য করা হলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন নাম্বার ১৬১২১ এ অভিযোগ জানাতে বা তথ্য দিতে অনুরোধ করা হয়। জনস্বার্থে এই কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply