নরসিংদীর রায়পুরায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে রবিবার উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজগর হোসেনের সভাপতিত্তে সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক, সহকারী কমিশনার ভূমি মোঃ সাজ্জাত হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা মোঃ নজরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ বণি আমিন খান, উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ আজহারুল ইসলাম, শিক্ষা অফিসার হাসান মোহাম্মদ জুনাইদ, হিসাব রক্ষণ অফিসার মোঃ আসাদুর রহমান প্রমূখ।
অনুষ্ঠানে মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়।
Leave a Reply