রায়পুরা (নরসিংদী) সবাদদাতা:
নরসিংদীর রায়পুরায় আদিয়াবাদ ইসলামিয়া স্কুল ও কলেজের প্রতিষ্ঠাকালীন ফার্সী ভাষা শিক্ষক, সমাজসেবক ধর্মীয় নেতা “মাওলানা আবদুল আজিজ স্মারক” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব শনিবার বিকালে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়।
আদিয়াবাদ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আবদুল কবির (বি.এস-সি.বি-এড) এর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)’র সাবেক পরিচালক ও বাংলাভিশন এর নিউজ অ্যাডভাইডার ড. আবদুল হাই সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাদেক।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাবেক ডীন কলা অনুষদ ও ভাষা গবেষক অধ্যাপক ড. মনিরুজ্জামান।
এসময় “মাওলানা আবদুল আজিজ স্মারক” গ্রন্থের স্মৃতিচারণ করে ডা. অছিউদ্দীন বলেন, মাওলানা আবদুল আজিজ আদিয়াবাদের এক কীর্তিমান সন্তান। তিনি ছিলেন একাধারে বিচক্ষণ ও খ্যাতিমান আলেমে দ্বীন, শিক্ষাবিদ, শ্রেষ্ট শিক্ষক, সমাজসেবী, সু-বিচারক, সচেতন ধর্মীয় নেতা এবং সততা ও সারল্যের মুক্ত প্রতীক এক অনন্য মহান ব্যক্তিত্ব।
Leave a Reply