“এসো মাদকের বিরুদ্ধে, দৌড়াই আলোর পথে” স্লোগানকে সামনে রেখে নরসিংদীর রায়পুরায় ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন স্বেচ্ছাসেবী সংগঠন তুলাতলী শতদল স্পোটিং ক্লাব। এতে ১৫ থেকে প্রায় ৭০ বছর বয়সী তিনটি গ্রæপে প্রায় ৩শ প্রতিযোগি অংশ গ্রহন করেন।
শুক্রবার (২৫ফেব্রুয়ারী) সকাল ৭ঘটিকায় উপজেলার মরজাল ওয়ান্ডার পার্ক এর সামনে থেকে দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। রায়পুরা-মরজাল প্রধান সড়ক দিয়ে দৌড়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এসে প্রতিযোগিতার সমাপ্ত ঘটে।
প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন।
এসময় দীর্ঘ প্রায় ৬ কিলোমিটার রাস্তার দু’পাশে ম্যারাথন দৌড় উপভোগ করতে শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত নারী-পুরুষ দাড়িয়ে থাকতে দেখা যায়। প্রতিযোগিতা চলাকালে তাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে পুরো রাস্তাজুড়ে কাজ করেছেন প্রায় ৭০জন স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ, মেডিক্যাল টিম, রায়পুরা থানার পুলিশসহ ক্লাবের নেতৃবৃন্দ।
পরে প্রতিযোগিতা সমাপ্তিস্থল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত হাজারো মানুষকে মাদক বিরোধী শপথ পাঠ করান প্রধান অতিথি। প্রতিযোগিতায় অংশ গ্রহনকারীদের বয়সের ব্যবদানে তিনটি গ্রæপের ১০জন করে ৩০জন বিজয়ীকে পুরুস্কারের আওতায় আনা হয়। এদের মধ্যে ১ম, ২য় ও ৩য় পুরুস্কার তো আছেই।
শতদল স্পোটিং ক্লাবের আহবায়ক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের হাতে পুরুস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন,
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ খান নূরউদ্দিন মোঃ জাহাঙ্গীর, রায়পুরা থানার ওসি তদন্ত গৌবিন্দ সরকার, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, বিশিষ্ট শিল্পতি সাইফুল ইসলাম বাহাদুর, কাউন্সিলর মো. আহসান উল্লাহ খান, নরসিংদী জেলা মুসলিম স্পোটিং ক্লাবের সভাপতি এ.এইচ.এম এমরান (সোহেল), সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাশিদা রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অহিদুজ্জামান পনির, শতদল স্পোটিং ক্লাবের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা খন্দকার শাহ আলম মজনু, একেএম মহিউদ্দিন, কাজী আসাদুর রহমান মিলন প্রমুখ।
অনুষ্ঠান সমাপ্তির পূর্বে আমন্ত্রিত অতিথিদেরকে সম্মাননা স্বারক ক্রেস্ট প্রদান করেন শতদল স্পোটিং ক্লাবের নেতৃবৃন্দ।
Leave a Reply