রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় উপজেলার আশ্রবপুর গ্রামের ”মানবতার চোখ” সংগঠনের পক্ষ হইতে আজ বিকেলে সেবাকার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকার ২শতাধিক হতদরিদ্রদের মাঝে প্রয়োজনীয় খাবার সামগ্রী বিতরণ করা হয়।
প্রতিটি পরিবারের জন্য রয়েছে ১০কেজি চাল, ১কেজি ডাল, ১কেজি আলু, ১কেজি পিঁয়াজ, ১কেজি তৈল, ১কেজি আটা, ১কেজি লবন, হাত ধোয়ার সাবান সহ প্রয়োজনীয় খাবার সামগ্রী সব খাদ্য সামগ্রী।
এসব সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন ”মানবতার চোখ” সংগঠনের প্রধান উপদেষ্ঠা মো. আনোয়ার হোসেন, মানবতার চোখ সংগঠনের উপদেষ্ঠা ও নরসিংদী ইউনাইটেড কলেজের অধ্যক্ষ হাসিবুর রহমান অনিক, উপদেষ্ঠা মন্ডলির সদস্য কাউসার, সংগঠনের সভাপতি মো. আল আব্দুল্লাহ্ , সহ-সভাপতি আকরাম হোসেন, সদস্য আতাউর রহমান প্রমূখ।
এ সময় সংগঠনের প্রধান উপদেষ্ঠা মো. আনোয়ার হোসেন বলেন, আমাদের ক্লাবের চলমান সেবা কার্যক্রমের অংশ হিসেবে রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সামগ্রী সহ প্রয়োজনীয় সহযোগিতা অব্যহত থাকবে ইনশাআল্লাহ।
Leave a Reply