রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় করোনা ভাইরাস প্রভাবের কারণে বিভিন্ন হাট বাজারে ঘুরে মানুষকে ঘরমুখী করতে দিনব্যাপী ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী।
এসময় আইন অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন এলাকা থেকে পাঁচ ব্যক্তিকে তিন হাজার ৮০০ টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান খোন্দকার।
শনিবার উপজেলার আশারামপুর বাজার, খানাবাড়ী বাজার, রাধাগঞ্জ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আইন অমান্য করার দায়ে ভ্রাম্যমাণ আদালত তিনজন ব্যবসায়ীকে তিন হাজার ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মাহমুদুর রহমান খোন্দকার। সাথে ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন কায়েস হাসানসহ সেনা সদস্যবৃন্দ।
Leave a Reply