নিজস্ব প্রতিবেদক
স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নরসিংদীর রায়পুরায় প্রবাসী কল্যাণ ডেস্ক, “মুক্ত স্বদেশে জাতির পিতা” বইয়ের মোড়ক উন্মোচন, আলোকচিত্র প্রদর্শনী, আধুনিকায়ন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্র্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। পরে সদ্য উদ্বোধনকৃত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১০জানুয়ারী) রায়পুরা উপজেলা প্রশাসনের আয়োজনে এসব কর্মসূচীর উদ্বোধন শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও রায়পুরা সরকারি কলেজের বাংলা প্রভাষক শামীমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠান সমূহে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাহমুদুর রহমান খোন্দাকার, মুক্তিযোদ্ধের সংগঠক এ কে এম বজলুর রহমান ফাউন্ডেশনের পরিচালক আসওয়াত আকসির মুজিব ওয়াসি, পরিচালক আলহাজ্ব ফেরদৌস কামাল জুয়েল, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজহারুল পারভেজ মন্টি, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইমান উদ্দিন ভুইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কামান্ডার নজরুল ইসলামসহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক/শিক্ষিকা, ইউপি চেয়ারম্যান, উপজেলার কর্মকর্তা কর্মচারী বৃন্দগণ।
Leave a Reply