রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা:
নরসিংদীর রায়পুরায় মুজিব শতবর্ষে পান্থশালা গুচ্ছগ্রামে ভূমি ও গৃহহীন ৪০টি পরিবারের মাঝে গৃহ বরাদ্দপত্র হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার বিকালে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি সাবেকমন্ত্রী সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু গৃহহীনদের হাতে গৃহ বরাদ্দপত্র তুলে দেন।
জানা যায়, ২০১৭-২০১৮ অর্থ বছরের গুচ্ছগ্রাম প্রকল্পের অধীনে উপজেলার শ্রীনগর ইউনিয়নের পান্থশালা গুচ্ছগ্রামে ২.১৫ একর খাস জমিতে বালি ভরাট করে ভূমিহীন ৪০টি পরিবারের জন্য গৃহ, টয়লেট, উন্নত চুলা, টিউবয়েল স্থাপন করা হয়েছে। এছাড়াও বৃক্ষ রোপনের জায়গা রয়েছে এবং বিদ্যুৎ সরবরাহ করা হবে। আগামী দিনে পর্যায়ক্রমে তারা সরকারী অন্যান্য সুযোগ-সুবিদার আওতায় চলে আসবে বলেও জানান ইউএনও মোঃ শফিকুল ইসলাম।
এ সময় অন্যদের ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুর রহমার খন্দকার, ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম মিঠু, সানজিদা সুলতানা নাছিমা, আসাদুল্লাহ ভূঁইয়া প্রমূখ।
Leave a Reply