রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর রায়পুরায় যথাযথ মর্যাদায় পালিত হয়েছে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে একুশের প্রথম প্রহর রাত ১২.০১ মিনিটের উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্বরণে শ্রদ্ধাজ্ঞাপন করা হয়।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুস ছাদেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন, সহকারী কমিশনার ভূমি মো. সাজ্জাত হোসেন, পৌর মেয়র মো. জামাল মোল্লা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খান নূরউদ্দিন মো. জাহাঙ্গীর, রায়পুরা থানার অফিসার ইনচার্জ মো. আজিজুর রহমান, তদন্ত গৌবিন্দ সরকার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজ তাহমিনা মানিক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসাইন, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি মো. মোস্তফা খান, সাধারণ সম্পাদক এম নূর উদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. নজরুল ইসলাম সহ ইউপি চেয়ারম্যানগণ, সরকারী-বেসরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, শিক্ষকবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন।
পরে উপজেলা প্রশাসনের পূর্ব নির্ধারিক সময়সূচী অনুযায়ী সকাল ৭ টায় প্রভাব ফেরী, পরে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও যোহর নামাজের সময় বিভিন্ন মসজিদ-মাদরাসা-উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি–বেসরকারি সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় পালন করা হয় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
Leave a Reply